৩৬ বছরের বন্ধুত্বের ‘দেয়াল’ ভেঙে বিয়ে - priyo-probashi -প্রিয় প্রবাসী

Post Top Ad

৩৬ বছরের বন্ধুত্বের ‘দেয়াল’ ভেঙে বিয়ে

Share This
১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের রোজভিলে হাই স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন প্যানটালিও। তখন সবাই জানত দুই বছরের বড় ডায়ানা হিলস জুয়েলের প্রেমে পড়েছিলেন তিনি। প্রেমে পড়ার ঘটনাটিও অনেক নাটকীয়।
ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে যায় প্যানটালিওর। একদিন তিনি ক্র্যাচে ভর দিয়ে হাঁটছিলেন। হাঁটতে তাঁর খুব কষ্ট হচ্ছিল। এ সময় হাত থেকেই বই পড়ে যায়। ডায়ানা এই দৃশ্য দেখেন। এরপর বই তুলে নিয়ে বাকি পথ প্যানটালিওর সঙ্গে যেতে চান তিনি। প্রস্তাবে রাজি হন প্যানটালিও। তার পর থেকেই দুজন খুব ভালো বন্ধু হয়ে গেলেন।
প্যানটালিও বলেন, ‘ওই দিনে ডায়ানাকে পরীর মনে হচ্ছিল। সে যখন আমাকে বলল, আমার সাহায্য লাগবে কি না?  তাঁর কণ্ঠ আমার হৃদয় ছুঁয়ে যায়, সেই কথা আমি ৩৬ বছরেও ভুলিনি।’
আরো দুই বছর পরে  হাই স্কুল শেষ করেন প্যানটালিও। এরপর আরো অন্য কোনো নারীর সঙ্গে তাঁর সম্পর্ক হয়নি। ১৯৮৫ সালে মিশিগান বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। ১৯৮৭ সালে তিনি ফ্রি স্টাইল বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেন। এরপর ১৯৯২ সালে স্নাতক সম্পন্ন করেন।  এরপর তিনি ইউনাইটেড অলিম্পিক দলের হয়ে খেলেন।  এরই মধ্যে তাঁর ভালোবাসা প্রায় ভুলেই বসেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages