নাবিলার গায়ে হলুদে তারার মেলা - priyo-probashi -প্রিয় প্রবাসী

Post Top Ad

নাবিলার গায়ে হলুদে তারার মেলা

Share This




মাসুমা রহমান নাবিলা তাঁর গায়ে হলুদ ও বিয়ের খবর জানিয়েছিলেন অনেক আগেই। বিভিন্ন গণমাধ্যমে সেই খবর ছড়িয়েও পড়েছিল।
অপেক্ষা শেষে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় জমকালো আয়োজনে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে ‘আয়নাবাজি’ খ্যাত এই তারকার। তাঁর হবু বর জোবাইদুল হক রিম। পেশায় ব্যাংকার। ২৬ এপ্রিল তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে।
নাবিলার গায়ে হলুদে তাঁর আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ছাড়াও উপস্থিত ছিলেন মিডিয়ার বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা। তাঁরা হলেন  বন্যা মির্জা, মারিয়া নূর, স্পর্শীয়া, সাফা কবির, সোমনুর মনির কোনাল, সুমন পাটোয়ারী, আফরোজা পারভীন, ফারহানা নিশো প্রমুখ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages