মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ‘ফ্রেন্ডস অব মুন্সীগঞ্জ’। গত বুধবার রাজধানী কুয়ালালামপুরের সেতাপাকের ডানা কোটার এসএলকে ব্যাডমিন্টন মাঠে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। চার দিনব্যাপী এই টুর্নামেন্টে ২৪টি দল অংশ নেয়।
ফ্রেন্ডস অব মুন্সীগঞ্জের খেলোয়াড় ছিলেন আমান ও সুলায়মান। প্রথম রানার আপ হয়েছেন এফটি ইউনাইটেড সিলেটের লায়েক ও খসরু। দ্বিতীয় রানার আপ হয়েছেন বিডি লায়ন্সের রিজভি ও জহিরুল। অসাধারণ খেলে দর্শক, খেলোয়াড় ও আয়োজকদের বিচারে টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান এফটি ইউনাইটেডের খসরু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সচিব এস কে শাহিন। ছিলেন প্রোডাকশন হাউজ এজিডি পিক্সার্সের চেয়ারম্যান দাতু সেলিম।
No comments:
Post a Comment