প্রধান অতিথির বক্তব্যে এস কে শাহিন বলেন, ‘প্রবাসে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। কিছু সময়ের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম কৈশোরে।’ ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে এ ধরনের আয়োজন নিয়ে সামনে আশারও পরামর্শ দেন হাইকমিশনের এ কর্মকর্তা।
আয়োজক প্রোডাকশান হাউজ এজিডি পিক্সার্সের চেয়ারম্যান দাতু সেলিম বলেন, ‘ব্যাডমিন্টন মালয়েশিয়ানদের সবচেয়ে জনপ্রিয় খেলা। তবে আমরা বাংলাদেশিরাও যে পিছিয়ে নেই, আজ সেটা প্রমাণ হলো। এই খেলার মাধ্যমে একে অন্যের সঙ্গে একটি সেতুবন্ধ তৈরি হলো। মালয়েশিয়ায় বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করারও একটি ক্ষুদ্র প্রয়াস, আমাদের এই আয়োজন।’
অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতি খেলোয়াড়কে মেডেল দেওয়া হয়। সেরা দর্শকের পুরস্কার পান দাতিন জেসমিন শেখ। আয়োজক হিসেবে এজিডি পিক্সার্সের চেয়ারম্যান দাতু সেলিমের হাতে পুরস্কার তুলে দেন হাইকমিশনের কর্মকর্তা এস কে শাহিন।
No comments:
Post a Comment