আপ্রাণ চেষ্টা করছি তিস্তা পানি বণ্টন চুক্তি করতে : মোদি - priyo-probashi -প্রিয় প্রবাসী

Post Top Ad

আপ্রাণ চেষ্টা করছি তিস্তা পানি বণ্টন চুক্তি করতে : মোদি

Share This



তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন করতে আপ্রাণ চেষ্টা করছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল সোমবার বিকেলে ভারত সফররত আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। নয়াদিল্লির ৭ নম্বর লোক কল্যাণ মার্গের মোদির বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘শেখ মুজিবুর রহমান যেভাবে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, আজ তাঁর কন্যা সেই পথেই বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ জনের প্রতিনিধিদলের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছুটা তির্যক সুরে বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ কত উন্নত হয়েছে, আর সেই জায়গায় পাকিস্তানের অধঃপতন হয়েছে।’
রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে মোদি বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থানের সঙ্গে ভারত সরকার সহমত পোষণ করে। ভারতও চায়, দ্রুত বাংলাদেশে রোহিঙ্গা সমস্যার সমাধান।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেন। উল্লেখ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সাম্প্রতিক ভারত সফরের প্রসঙ্গ।
বৈঠক শেষে ওবায়দুল কাদের জানান, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক হয়েছে।
জানা গেছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা পরিস্থিতি এবং নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছে।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে ভারত সফরে যাওয়া ১৯ সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধিদলটি গত রোববার দিল্লিতে পৌঁছায়। ওই দিন দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার তাঁদের নৈশভোজে আপ্যায়ন করেন। প্রতিনিধিদলটি ভারতের সংসদ ভবন পরিদর্শন করেন। গতকাল দুপুরে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী এম যে আকবর তাঁদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন। সন্ধ্যায় বিজেপির সদর দপ্তরে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে বৈঠক করে প্রতিনিধিদলটি। পরে ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভুর বাসভবনে নৈশভোজে অংশ নেন তাঁরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages