হোটেলে একা থাকলে কী করবেন? - priyo-probashi -প্রিয় প্রবাসী

Post Top Ad

হোটেলে একা থাকলে কী করবেন?

Share This
ঘুরতে যাওয়া কিংবা কাজের কারণে অনেক সময় একা ভ্রমণ করতে হয়। অপরিচিত জায়গায় নিরাপদে থাকার একমাত্র ভরসা একটি ভালো মানের হোটেল। কিন্তু অনেক সময় আর্থিক কারণে বিভিন্ন রকমের হোটেলে ওঠার প্রয়োজন দেখা দিতে পারে। নিম্ন কিংবা মধ্যমানের হোটেল আপনার জন্য কতটুকু নিরাপদ হতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব আপনার।         
তাই অপ্রত্যাশিত কোনো ঘটনা এড়িয়ে যাবার জন্য হোটেলে ওঠার আগে এবং পরে কিছু ব্যাপার নিশ্চিত করে নিন। জেনে নিন কয়েকটি বিষয়- • একা থাকলে অবশ্যই হোটেলের ব্যাপারে জেনে নিন। হোটেলটি আপনার জন্য কতটুকু নিরাপদ তা জেনে নেয়ার চেষ্টা করুন। • বহুতলা বিশিষ্ট বিল্ডিং হলে মাঝামাঝিতে অবস্থান করুন। আগুন কিংবা ভূমিকম্প থেকে বাঁচার জন্য বিল্ডিংয়ের চতুর্থ কিংবা পঞ্চমতলায় রুম নিন।    • কখনো নিচতলায় থাকবেন না। সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পাবার জন্য উপরের দিকে থাকুন।    • নিরাপদে থাকার জন্য দুই বিছানার রুম ভাড়া নিন। যাতে অন্যরা মনে করে আপনার সাথে কেউ আছে। • অপরিচিত কাউকে হোটেলের নাম বা রুম নম্বর বলবেন না। কিংবা বাইরে গেলে হোটেলের নাম জোরে উচ্চারণ করবেন না।    • হোটেলের বাইরে কিংবা হোটেলের ভিতরে কেউ আপনাকে অনুসরণ করলে রুমে ঢুকবেন না। • আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে রুম বুকিং এর ক্ষেত্রে ‘মিস্টার’ কিংবা ‘মিসেস’ বলুন।   • বাইরে যাবার আগে দরজার বাইরে ‘ডু নট ডিস্টার্ব’ ট্যাগটি ঝুলিয়ে দিন। যাতে বোঝা যায় রুমে কেউ আছে। • মালামালের নিরাপত্তার জন্য আপনি রুমে থাকা অবস্থায় রুম পরিষ্কার করান। • প্রয়োজনীয় মালামাল গুছিয়ে রাখুন।  • আপনি কোন হোটেলে উঠেছেন সেটা আপনার কাছের মানুষদের জানিয়ে রাখুন। • হোটেলের কার্ড সঙ্গে রাখুন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages