ব্রিটিশ এমপিদের না করে দিলেন জাকারবার্গ - priyo-probashi -প্রিয় প্রবাসী

Post Top Ad

ব্রিটিশ এমপিদের না করে দিলেন জাকারবার্গ

Share This

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, মিথ্যা সংবাদের বিষয়ে তদন্তে সাক্ষ্য দিতে তিনি ব্রিটিশ এমপিদের সামনে দাঁড়াবেন না। তার পরিবর্তে একজন সিনিয়র কর্মকর্তা পাঠাবেন বলেও জানিয়েছেন জাকারবার্গ। খবর বিবিসির।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা টিমকে পাঁচ কোটি গ্রাহকের তথ্য সরবরাহ করে আলোচনার কেন্দ্রে রয়েছে ফেসবুক ও টেক জায়ান্ট এবং ডাটা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা। এর আগে ওই ঘটনায় ‘বিশ্বাস ভঙ্গ’ হয়েছে উল্লেখ করে ক্ষমা চান জাকারবার্গ।

জাকারবার্গের ওই প্রতিনিধি ইস্টারের ছুটি শেষ হবার পর ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের সামনে সাক্ষ্য দেবেন।
ব্রিটিশ পার্লামেন্টের কালচার মিডিয়া অ্যান্ড স্পোর্ট সিলেক্ট কমিটির চেয়ারম্যান ড্যামিয়ান কলিন্স বলেছেন, ফেসবুকের কর্মকর্তা ক্রিস কক্স ইস্টারের ছুটি শেষে প্রথম সপ্তাহে সাক্ষ্য দেবেন। ক্রিস কক্স হচ্ছেন ফেসবুকের প্রধান প্রোডাক্ট অফিসার যিনি জাকারবার্গকে সরাসরি রিপোর্ট দিয়ে থাকেন। কলিন্স বলেন, আমি ‘পুরোপুরি অবাক’ হয়েছি যে ফেসবুক ব্যবহারকারীদের গুরুত্ব ও উদ্বেগের বিষয়ে প্রশ্নের জবাব দিতে জাকারবার্গ আমাদের সামনে দাঁড়াতে প্রস্তুত নয়। তিনি আরও বলেন, যদি জাকারবার্গ তার কোম্পানির সেবাগ্রহীতার ব্যাপারে কেয়ার করেন সেক্ষেত্রে তাকে সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারে আবারও আহ্বান জানাবো।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages