সৌদি আরবে প্রথমবারের মতো আরব ফ্যাশন উইক - priyo-probashi -প্রিয় প্রবাসী

Post Top Ad

সৌদি আরবে প্রথমবারের মতো আরব ফ্যাশন উইক

Share This

প্রথমবারের মতো আরব ফ্যাশন উইক আয়োজন করেছে সৌদি আরব। এ উপলক্ষে গত মঙ্গলবার আরব বিশ্বসহ সারা পৃথিবীর বিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের পদচারণায় মুখরিত হয়েছিল সৌদি আরব। খবর খালিজ টাইমসের।
জন পল গুতিয়ের এবং রবার্ট কাভাল্লির মতো বিখ্যাত ফ্যাশন ডিজাইনরা উপস্থিত ছিলেন সৌদি আরব- এ ধরনের খবরে মুখরিত ব্রিটিশ মিডিয়াগুলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউক্রেন থেকে শুরু করে লেবানন পর্যন্ত ফ্যাশন ইন্ডাস্ট্রির হর্তাকর্তা, ডিজাইনার ও মডেলরা। ফ্যাশন উইকটি অনুষ্ঠিত হয় রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages