তারকাদের উপস্থিতিতে যাত্রা শুরু করলো আর্টরেস - priyo-probashi -প্রিয় প্রবাসী

Post Top Ad

তারকাদের উপস্থিতিতে যাত্রা শুরু করলো আর্টরেস

Share This




একঝাঁক শোবিজ তারকার উপস্থিতে যাত্রা শুরু করলো ফ্যাশন হাউজ আর্টরেস। শনিবার গুলশান ২ এ প্রতিষ্ঠানটির প্রথম শোরুম উদ্বোধন করা হয়।

আর্টরেস এর নতুন শোরুম উদ্বোধন অনুষ্ঠানে আইকন মডেল হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া, কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, সানজিদা আরেফিন লুনা, শামস হাসান কাদির, মডেল-অভিনেত্রী রাহা তানহা খান, আরজে সায়েম, অভিনেতা মিশু সাব্বির,  নওরিন আফরোজ, মডেল বারিষ হকসহ অনেকে। আর্টরেস’র ম্যানেজিং ডিরেক্টর সাইফ চৌধুরী বলেন, ‘আর্টরেস বাংলাদেশের সমসাময়িক ফ্যাশন ব্র্যান্ডগুলোর একটি। বাংলাদেশের ফ্যাশন প্রিয় তরুণ-তরুণীদের পছন্দের দিকে চিন্তা করেই আমাদের এই শোরুম সাজিয়েছি। তিনি আরও বলেন, আমরা মনে করি ফ্যাশন সচেতন তরুণদের কথা মাথায় রেখে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন পোশাক নিয়ে রাজধানীবাসীর জন্য সাজিয়েছি প্রথম আর্টরেস শোরুম। শিগগিরই রাজধানীতে আর্টরেস’র আরও কয়েকটি শোরুম চালু হবে। রুচিশীল ও ফ্যাশন প্রিয় নারী, পুরুষ এবং তরুণ-তরুণীদের পোশাক নিয়ে সাজানো হয়েছে শোরুমটি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages