গোপালগঞ্জে এবার ট্রাকের ধাক্কায় হাত হারালো হৃদয় শেখ (৩০) নামের এক পরিবহন শ্রমিক।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ বেতগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। শরীর থেকে হাত বিচ্ছিন্ন হওয়া হৃদয় শেখ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রবিউল শেখের ছেলে। গোপালগঞ্জ সদর থানার ওসি মুনরুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস-এর একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় হৃদয়ের হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য হৃদয়কে ঢাকা পাঠানো হয়েছে। চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, মঙ্গলবার বাসে করে গোপালগঞ্জে যাচ্ছিলেন। বাসে উঠে জানালার পাশে বসেন হৃদয়। তার হাত জানালার পাশে ছিল।
ঢাকা মেডিকেল জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আল্লাউদ্দিন জানান, হৃদয়ের ডান হাত বিচ্ছিন্ন ছাড়াও মুখমণ্ডলে আঘাত আছে। তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। গেলো ৩ এপ্রিল দুই বাসের রেষারেষির মধ্যে পড়ে ঢাকার সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেনের (২১) হাত কাটা পড়ে। ১৩ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৬ এপ্রিল সোমবার রাতে রাজীব না ফেরার দেশে চলে যান।
No comments:
Post a Comment