সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ - priyo-probashi -প্রিয় প্রবাসী

Post Top Ad

সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

Share This





ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি রেলস্টেশনের কাছে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বগি লাইনচ্যুত হওয়ার ঘটনাটি ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিক ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানায়, চলন্ত ট্রেনটি ইমামবাড়ি স্টেশন অতিক্রম করার পর হঠাৎ বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে। এসময় যাত্রীরা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে।
আখাউড়া রেলজংশন স্টেশনের রিলিফ ট্রেন কর্মকর্তা দেলোয়ার হোসেন আরটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে ২ ঘণ্টা সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages