মালয়েশিয়ায় ফিলিস্তিনি বিজ্ঞানীকে গুলি করে হত্যা, - priyo-probashi -প্রিয় প্রবাসী

Post Top Ad

মালয়েশিয়ায় ফিলিস্তিনি বিজ্ঞানীকে গুলি করে হত্যা,

Share This

 শনিবার কুয়ালালামপুরে ফাদি আল-বাতশকে গুলি করে হত্যা করা হয়। তিনি তড়িৎ প্রকৌশলের প্রভাষক ছিলেন। ছবি: এএফপি

মালয়েশিয়ায় ফিলিস্তিনি বিজ্ঞানীকে গুলি করে হত্যা, মোসাদ জড়িত থাকার অভিযোগ ইসরায়েলের অস্বীকার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে ফিলিস্তিনি বিজ্ঞানী ফাদি আল-বাতশকে। তিনি ফিলিস্তিনের সংগঠন হামাসের সদস্য ছিলেন। শনিবার এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিবার ও হামাসের দাবি, ৩৫ বছর বয়সী ফাদি আল-বাশত হত্যাকাণ্ডের পেছনে আছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে ফাদি আল-বাতশকে হত্যায় মোসাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।
ফাদি আল-বাতশ কয়েক বছর ধরেই মালয়েশিয়ায় বাস করছিলেন। তিনি তড়িৎ প্রকৌশলের প্রভাষক ছিলেন।
মালয়েশিয়ার পুলিশ বলছে, শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হলে ফাদি আল-বাতশকে গুলি করে হত্যা করা হয়। অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান ফাদি। তাঁর মাথায় ও শরীরে অন্যান্য অংশে ১০টি গুলি করা হয়। আল-বাতশের দেহে চারটি গুলি লাগে। ঘটনাস্থল থেকে পুলিশ গুলি উদ্ধার করেছে।
ফাদিকে হত্যার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছেন তাঁর বাবা। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে মালয়েশিয়া কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages